লাখো নেতাকর্মীর স্লোগান আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি ভাষণ শুরু করেন।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বুলেটপ্রুফ বাসটি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে পৌঁছায়।

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনীতে থাকা বাসটি সংবর্ধনা মঞ্চে পৌঁছায়। দীর্ঘ দিন পর নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে অপেক্ষমাণ লাখো নেতাকর্মী। বাসটি পৌঁছামাত্রই চারপাশ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে সকাল থেকেই ৩০০ ফিট এলাকায় জনস্রোত তৈরি হয়েছে। এখানে মঞ্চে উঠে তিনি জনতার উদ্দেশে ভাষণ দেবেন।