গণসংবর্ধনাস্থলের পথে তারেক রহমান
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বের হয়ে একটি লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ভ্রমণের আনুষ্ঠানিকতা সেরে তিনি গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হন। সঙ্গে রয়েছেন তার সফরসঙ্গী ও সিনিয়র নেতারা।তার পুরো বহরটিতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তার সঙ্গে ছুটছে...
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বের হয়ে একটি লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ভ্রমণের আনুষ্ঠানিকতা সেরে তিনি গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হন। সঙ্গে রয়েছেন তার সফরসঙ্গী ও সিনিয়র নেতারা।
তার পুরো বহরটিতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তার সঙ্গে ছুটছেন দীর্ঘ অপেক্ষায় থাকা নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাত নেড়ে সাড়া দেন তারেক রহমান।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৪০ মিনিটের তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। তারা বেলা ১১টা ৫০ মিনিটে ফ্লাইট থেকে নামেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে বের হয়েই তিনি কিছুক্ষণ শিশিরভেজা ঘাসে হাঁটেন এবং মাটি স্পর্শ করেন। এই দৃশ্য উপস্থিতদের ব্যাপকভাবে আবেগতাড়িত করে।