পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।আজ শুক্রবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।এ সময় শাহ পরান, গোলাম মাওলা ও বাইগারসহ একাধিক ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়।কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১১...
ঘন কুয়াশার কারণে সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।
এ সময় শাহ পরান, গোলাম মাওলা ও বাইগারসহ একাধিক ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার পর থেকেই নদীতে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে শুরু করে। এক পর্যায়ে চ্যানেল মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়।
আব্দুস সালাম জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটে অপেক্ষমান যানবাহনগুলো পর্যায়ক্রমে পার করা হচ্ছে।
উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মোট ১১টি ফেরি নিয়মিত চলাচল করে।