শরীয়তপুরে ‘গ্রাম্য চিকিৎসককে’ ছুরিকাঘাত, পুড়িয়ে হত্যার চেষ্টা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত ও পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।পুলিশ জানিয়েছে, খোকন পেশায় গ্রাম্য চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা এলাকায় তার ওপর হামলা হয়। সে সময় তিনি বাড়ি ফিরছিলেন।ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খোকন কনেশ্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের বাসিন্দা ও পরেশ চন...
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত ও পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, খোকন পেশায় গ্রাম্য চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা এলাকায় তার ওপর হামলা হয়। সে সময় তিনি বাড়ি ফিরছিলেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খোকন কনেশ্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের বাসিন্দা ও পরেশ চন্দ্রের ছেলে।
'দুর্বৃত্তরা খোকনের তলপেটে ছুরি মেরে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে খোকন পানিতে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান,' বলেন রবিউল।
তিনি আরও বলেন, 'চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।'
খোকন চন্দ্রের স্ত্রী সীমা দাস হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।