হাদি হত্যা: ৩০ দিনের মধ্যে বিচার না হলে আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে মিছিল বের করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এসময় আবদুল্লাহ আল জাবের বলেন, 'হাদি হত্যার বিচারের জন্য বেঁধে দেওয়া ৩০ কর্মদিবসের মধ্যে...
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে মিছিল বের করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।
এসময় আবদুল্লাহ আল জাবের বলেন, 'হাদি হত্যার বিচারের জন্য বেঁধে দেওয়া ৩০ কর্মদিবসের মধ্যে ২২ দিন বাকি আছে। আমরা এই সময়সীমা অনুসারে এগিয়ে যাচ্ছি। যদি সরকার এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ৩০ কর্মদিবসের পর সরকার পতনের জন্য আন্দোলন শুরু করব।'
জাবের আরও বলেন, 'যে সরকার খুনিদের শনাক্ত করতে পারে না, অভিযোগপত্র দাখিল করতে পারে না, অথবা তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই।'
এসময় তিনি ৭ জানুয়ারির মধ্যে হাদির হত্যাকারী, হত্যার পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের দাবি জানান।
তিনি বলেন, 'মূল পরিকল্পনাকারীদের নাম-পরিচয় প্রকাশ করলে যদি ক্ষমতা হারানোর ভয় থাকে, তার অর্থ হলো আপনারা ক্ষমতায় থাকার যোগ্য নন।'
হাদি হত্যার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নির্বাচনকে সামনে রেখে জনসচেতনামূলক একটি প্রচারণা শুরু করবেন বলে জানান জাবের।
বলেন, 'এর মাধ্যমে ভোটারদের জানানো হবে— তাদের কাকে সমর্থন করা উচিত এবং কাকে করা উচিত নয়।'
ইনকিলাব মঞ্চের দায়িত্ব রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলা—এমন মন্তব্য করে জাবের বলেন, 'শুধু ক্ষমতা অর্জন করলেই হবে না, জনগণের কাছে জবাবদিহিতা বজায় রাখতে হবে।'
আজ ও আগামীকালের মধ্যে ইনকিলাব মঞ্চ 'বাংলাদেশপন্থি' রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে হাদি হত্যার বিচারের দাবিতে সংহতি চাইবেন বলে জানান এই নেতা।
বক্তব্যে জাবের আরও বলেন, 'শহীদ হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের সম্মুখসারির নেতা, "জুলাই অভ্যুত্থানের যোদ্ধা" এবং দ্রুত উত্থানশীল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।'
আর এসব কারণই সম্মিলিতভাবে হাদিকে হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
এসময় তিনি হাদি হত্যার বিচারের দাবিতে আরও কর্মসূচির কথা তুলে ধরেন।
বলেন, '৭ জানুয়ারি কমপক্ষে ১০০টি দেশে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে প্রবাসীরা।'
গত শুক্রবার অবরোধ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। সোমবার রাতে, বিক্ষোভকারীরা সাময়িকভাবে শাহবাগ থেকে সরে এসে অনলাইন কর্মসূচিতে যায়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু, জানাজা ও দাফনের কারণে ওই কর্মসূচি স্থগিত করা হয়।