আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ রোববার সন্ধ্যায় উপজেলার আঙ্গরপোতা সীমান্তের ৮১২ নম্বর পিলারের কাছে তিনবিঘা কড়িডোর এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়।দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন।তিনি ব...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার সন্ধ্যায় উপজেলার আঙ্গরপোতা সীমান্তের ৮১২ নম্বর পিলারের কাছে তিনবিঘা কড়িডোর এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়।
দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন।
তিনি বলেন, অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে বিএসএফ সদস্যের অনুপ্রবেশ করার ঘটনায় বিএসএফ কর্তৃপক্ষ ভুল প্রকাশ করে ক্ষমা চেয়েছে।
এর আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে ওই বিএসএফকে সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেসময় তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল।
বিজিবি জানায়, বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভারতীয় গরু পাচারকারীদের ধাওয়া দেওয়ার সময় বাংলাদেশ ও ভারত সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন।