খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে একজনের মৃত্যু
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে গিয়ে মো. নিরব হোসেন (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে।আজ বুধবার তার পরিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।নিরবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। তার বাবা মৃত মতিউর রহমান মিঞা ও মা জোহরা বেগম। তার বড় ভাই মো. বাহাদুর হোসেন জানান, নিরব ঢাকায় বড় মগবাজার এলাকার ডাক্তার গলিতে ১৭৪ নম্বর বাসায় সপরিবারে বসবাস করতেন।'এক বন্ধুর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের নামাজে জানাজায় অংশ নিতে নিরব জাতীয় সংসদ ভবন এলাকায় গিয়েছিলেন। সেখানে...
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে গিয়ে মো. নিরব হোসেন (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার তার পরিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিরবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। তার বাবা মৃত মতিউর রহমান মিঞা ও মা জোহরা বেগম। তার বড় ভাই মো. বাহাদুর হোসেন জানান, নিরব ঢাকায় বড় মগবাজার এলাকার ডাক্তার গলিতে ১৭৪ নম্বর বাসায় সপরিবারে বসবাস করতেন।
'এক বন্ধুর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের নামাজে জানাজায় অংশ নিতে নিরব জাতীয় সংসদ ভবন এলাকায় গিয়েছিলেন। সেখানে অতিরিক্ত ভিড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন,' বলেন বাহাদুর।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'অসুস্থ হয়ে পড়লে নিরব হোসেনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
চার ভাই-বোনের মধ্যে নিরব ছিলেন কনিষ্ঠ। বাহাদুর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এজিএম (পরিবহন শাখা) হিসেবে কর্মরত। তিনি আরও জানান, নীরব ১৯৯৮ সাল থেকে পাঁচ বছরেরও বেশি সময় দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিরব এক ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান চলাকালে নাহিয়ান গুলিবিদ্ধ হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকার তাকে থাইল্যান্ড পাঠায়। চিকিৎসা শেষে সম্প্রতি নাহিয়ান দেশে ফিরে আসে।