রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে মগবাজার দিলু রোড সংলগ্ন নিউ ইস্কাটন রোডে ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লাইওভার থেকে ককটেল ছোড়া হয়েছে। এতে নিচে চা দোকানে থাকা একজন নিহত হয়েছেন।

নিহতের নাম সিয়াম মজুমদার (২১) বলে জানান তিনি।

তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও নিহতের সহকর্মীরা জানিয়েছেন, সিয়াম ওই এলাকায় মোটর মেকানিকের কাজ করতেন।

নিহতের বাবা আলী আকবর মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি শুনছি দোকানে চায়ের কাপ ফেরত দেওয়ার সময় আমার ছেলের মাথায় ককটেল বিস্ফোরণ হয়।'

ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, 'আমরা দেখতে পেয়েছি ঘটনাস্থলে ফ্লাইওভারের একটি বড় অংশের আলো বন্ধ ছিল, বিশেষ করে যেখান থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছিল। সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই।'

পুলিশ জানিয়েছে, সিয়ামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক সাইদুর রহমান ডেইলি স্টারকে জানান, রাত সাড়ে ৮টার দিকে মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত সিয়ামের গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়।

নিহতের সহকর্মী ওয়াহিদুল হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিয়াম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চা খেতে বেরিয়েছিলেন। প্রায় আধ ঘণ্টা পর তার মৃত্যুর খবর জানতে পারি।'