ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন হাদির সমর্থকরা।বৃহস্পতিবার রাতে শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ থানার আশপাশে মিছিল করেন। এ সময় তারা 'তুমি কে আমি কে? হাদি, হাদি', 'দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা', 'ভারতীয় দূতাবাস ঘেরাও করো' এবং 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দেন।বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগানও দেন।শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসন...
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন হাদির সমর্থকরা।
বৃহস্পতিবার রাতে শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ থানার আশপাশে মিছিল করেন। এ সময় তারা 'তুমি কে আমি কে? হাদি, হাদি', 'দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা', 'ভারতীয় দূতাবাস ঘেরাও করো' এবং 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দেন।
বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগানও দেন।
শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়।
গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।
এর আগে গতকাল বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।