স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার
পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করেছেন স্ত্রী। এ ঘটনায় স্বামী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কনস্টেবল মো. সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।তিনি আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার আরএমপি কমিশনার মো. জিল্লুর রহমান প্রত্যাহারের আদেশ দেন।আরএমপির অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী সিমা খাতুন স্বামীর...
পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশ করেছেন স্ত্রী। এ ঘটনায় স্বামী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কনস্টেবল মো. সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার আরএমপি কমিশনার মো. জিল্লুর রহমান প্রত্যাহারের আদেশ দেন।
আরএমপির অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী সিমা খাতুন স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে নিয়মিত টিকটকে পোস্ট করে আসছিলেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়।
গতকাল বৃহস্পতিবার থানা থেকে প্রত্যাহারের আদেশ দিলে ওই রাতেই আরএমপি পুলিশ লাইনে সংযুক্ত হন সাইফুজ্জামান।
অতিরিক্ত উপকমিশনার গাজিউর আরও বলেন, 'একজন পুলিশ অফিসারের স্ত্রীর পুলিশের পোশাক পরার কোনো সুযোগ নেই।'
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি বা ভিডিও পোস্ট দেখে অনেকেই পুলিশকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে জানান তিনি।